News:

 

 

Life is not a bed of roses.  জীবন চলার পথ মসৃন নয়; কোথাও উঁচু , কোথাও নিচু। এ পথে চলতে গেলে কখনও পাঁয়ে কাঁটা ফুটে, কখনও হাতে কাঁটার আঁচড় লাগে। তাই বলে-তো থেমে থাকা চলবে না। সকল প্রতিকুলতা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে । ১০ এপ্রিল ২০২৫ শুরু হতে যাচ্ছে তোমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। বিগত বছরগুলোতেও তোমাদের সিনিয়র আপুরা অত্র বিদ্যালয় হতে পরীক্ষা দিয়ে বিজয়ের মালা ছিনিয়ে এনেছে; এবার তোমাদের পালা।

 

পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও অভূতপূর্ব সাফল্য কামনা করছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি- তোমরা সবাই সফল হও, সুন্দর মনের মানুষ হও। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ কর। এ শুভ কামনায়-

(এস এম সেলিম)

প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)

বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ

মোবাইল- 02478856252